পরিচালক আশফাক নিপুন দ্বারা পরিচালিত মহানগর 2 হল একটি ভারতীয় ওয়েব সিরিজ যা বাংলাদেশী প্রখ্যাত নাট্য অভিনেতা মোশাররফ করিম অভিনীত। চোর-পুলিশ খেলায় একদিকে আফনান চৌধুরী জামিন পেলে ওসি হারুনকে ডিটেক্টিভ ব্রাঞ্চ পাকড়াও করে। শাকারীপুরে ফেলে আসা হারুনের দগ্ধ অতীত কোন ঘৃণ্য অপরাধের দিকে ইঙ্গিত করছে ওয়েব সিরিজ। এটি ভারতীয় বাংলা ওয়েব প্ল্যাটফর্ম Hoichoi-এ ধারাবাহিকভাবে প্রদর্শিত হয়। 2021 সালে প্রথম সিজন সম্প্রচারিত হয়। মহানগর 2 আজ অনলাইনে মুক্তি পেয়েছে যা বাংলাদেশ এবং ভারত থেকে দেখা যাবে। আপনি যদি মহানগর 1 দেখে থাকেন তবে আপনাকে অবশ্যই মহানগর সৃজন 2 দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। মোশাররফ করিম ছাড়াও আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,শ্যামল মাওলা,সরকার রওনাক রিপন,আফসানা মিমি,লুৎফর রহমান জর্জ,বৃন্দাবন দাস,তানজিকা আমিন,দিব্য জ্যোতি,নওশাবা আহমেদ,আরিয়ানা জামান।
মহানগর সৃজন 2 সবেমাত্র আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। ওয়েব সিরিজটি আপনি Hoichoi তে দেখতে পাবেন ।