Myself Allen Swapan Bangla Web Series 2023

Myself Allen Swapan

২০২২ সালের জনপ্রিয় ওয়েব সিরিজ সিন্ডিকেট এর শেষ পর্বে নতুন একটি ক্যারেক্টর এসেছিল মাইসেলফ অ্যালেন স্বপন নামে, তারই ধারাবাহিকতায় শিহাব শাহীন পরিচালিত, মাইসেলফ অ্যালেন স্বপন ওয়েব সিরিজটি বাংলাদেশের প্রথম স্পিন-অফ সিরিজ এই সিরিজটিতে অ্যালেন স্বপনকে প্রধান প্রধান চরিত্রে দেখানো হয়েছে এই সিরিজে নাসির উদ্দিন খান, রাফিয়াথ রশিদ মিথিলা, সুমন আনোয়ার এবং আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ অভিনয় করেছেন।

অনেক জনপ্রিয় একটি .ওয়েব সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন। ওয়েব সিরিজটি অনেক আগেই রিলিজ হয়েছে আপনি চরকি (Chorki)তে দেখতে পাবেন ।

Leave a Reply

Main Menu